ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের মধ্যে করপোরেট সুবিধাসংক্রান্ত এক সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ব্যাংকের ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ ও ইম্পেরিয়াল হসপিটালের সিএফও ও কোম্পানি সেক্রেটারি এম মনোয়ারুল হক এ চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের ডিএমডি মো. নাইয়ার আজম, এসইভিপি মুহাম্মদ শাব্বির, ইভিপি মো. মিজানুর রহমান ভুঁইয়া, মিয়া মো. বরকত উল্লাহ, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।