বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে তীব্র লড়াইয়ের মধ্যে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় গোলাবর্ষণ করেছে আর্মেনিয়ার বাহিনী।
নাগোরনো-কারবাখ ছিটমহলটি সরকারিভাবে আজারবাইজানের অংশ হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি শাসন করে আসছে। এখানকার স্বঘোষিত কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজানি বাহিনী তাদের রাজধানী স্তেপানাকের্তে গোলাবর্ষণ করার পর তারা গানজার সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।