জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের নেতৃত্বে সিন্ডেকেটের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান গণমাধ্যমকে বলেন, ‘হল খালির সিদ্ধান্ত হয়েছে। বিকাল ৪টার মধ্যে হল ছাড়াতে হবে।’
এদিক, সিদ্ধান্তের বিরোধিতা করে নারী ও আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অভিমুখে মিছিল বের করেছে।