অজয় না হলে কি শাহরুখকে বিয়ে করতেন?

রুপালি পর্দায় শাহরুখ খান আর কাজলের রসায়ন অনেক তরুণ-তরুণীকেই প্রেমে মজিয়েছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ জুটিকে বাস্তব জীবনের জুটি হিসেবে কল্পবিলাসী ভক্তেরও অভাব নেই। এক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন আসে, যদি অজয় দেবগনের সঙ্গে দেখা না হতো, কাজল কি তবে শাহরুখকে বিয়ে করতেন? এর আসলে উত্তর কী?

উত্তরটা কাজলই দিয়েছেন। তবে খুব চাতুর্যের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে ‘আস্ক মি অ্যানিথিং’ (আমাকে যে কোনো প্রশ্ন করুন) শীর্ষক এক সেশনে জনৈক ভক্তের এমন প্রশ্নে ‘রাজ’র প্রেমিকা ‘সিমরান’ বেশ রহস্য মাখিয়ে উত্তর দেন, ‘পুরুষই কি প্রস্তাব দেওয়ার কথা নয়?’

এক প্রশ্নের জবাবে শাহরুখকে নিজের ‘ফ্রেন্ড ফর লাইফ’ (সারাজীবনের বন্ধু) বলে অভিহিত করেন কাজল।

শাহরুখ ও অজয়ের মধ্যে কাকে সহশিল্পী হিসেবে আগে চাইবেন, এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘পরিস্থিতির ওপর নির্ভর করবে’।

বলিউড বাদশাহর সঙ্গে ফের কবে পর্দায় জুটি হিসেবে দেখা যেতে পারে, এমন প্রশ্নের জবাবে ‘দিলওয়ালে’র ‘মীরা’ ভক্তদের বলেন, ‘শাহরুখকেই জিজ্ঞেস করুন।’

তার জীবনের প্রথম ক্রাশ (যার ওপর প্রেমে মজেছিলেন) সম্পর্কে জিজ্ঞেস করা হলে অজয়পত্নী বলেন, ‘জীবনের প্রথম ক্রাশকে বিয়েই করে ফেলেছি।’

অজয়ের ভালোবাসা এখন তাদের কন্যা ন্যসা ও পুত্র যুগের জন্য বেশি বলে কাজলের মাঝেমাঝে ঈর্ষা হয় বলেও স্বীকার করেন।