আন্তর্জাতিক বাজারে টানা পাঁচ সপ্তাহ কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে ২০১৮ সালের পর টানা পাঁচ সপ্তাহ ধরে স্বর্ণের দরপতনের ঘটনা ঘটেছে। ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণেই চাপের মুখে পড়েছে মূল্যবান ধাতুটির বাজার। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির কারণে স্বর্ণ বাজার আরেক দফা ধাক্কা খেয়েছে। খবর ব্লুমবার্গ।

ধারণা করা হচ্ছে, স্বর্ণের এ দরপতন ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরো জোরদার করতে উৎসাহিত করবে। উচ্চমূল্যের চাপ নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফেডারেল রিজার্ভ। স্বর্ণের সুদ নেই। তদুপরি ডলার নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় মারাত্মক ভোগান্তি তৈরি হয় যখন সেটির দাম বেড়ে যায়।

তথ্য বলছে, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের প্রতি আউন্সের মূল্য দাঁড়ায় ১ হাজার ৭০০ ডলারেরও কম। চলতি বছর এটি স্বর্ণের সর্বনিম্ন দাম। তবে গতকাল ধাতুটির দাম ১ হাজার ৭১২ ডলার ৪৪ সেন্টে স্থির ছিল। এর আগের দিন ধাতুটির দাম ১ হাজার ৭২৮ ডলার ৫৮ সেন্টে নেমে গিয়েছিল।

চলতি বছরে মার্চের পর থেকে এ ধাতুটির দাম কমেছে ১৭ শতাংশ। আর বিগত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।