বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার

ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং ৩ অক্টোবর ফেরার সময় এটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধার জেলেদের সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ‘এমভি তাজমিনুর রহমান’ নামে মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌসদস্যরা বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পাণ ও তাদের দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করেন। তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। পরে উদ্ধার ২৬ জেলে ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে এসে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার জেলেদের দেয়া তথ্যে জানা যায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং ৩ অক্টোবর ফেরার সময় এটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধার জেলেদের সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।

সম্পর্কিত খবর