আজহারুল ইসলাম অগ্রণী ইন্স্যুরেন্সের নতুন সিইও

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আজহারুল ইসলামের নিয়োগ প্রস্তাব মঞ্জুর করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর ২০২৮ তারিখ পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।