আরো কমলো এলপি গ্যাসের দাম

আজ ২ সেপ্টেম্বর এলপি গ্যাসের দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

১২ কেজি এলপি গ্যাসের দাম আরো কমিয়ে ভোক্তাপর্যায়ে এলপিজি’র (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমানো হয়েছে। বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা।

একইসাথে মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়হাজার ২৭৩ টাকাএরও আগেজুলাই দাম ৩৯ টাকা কমিয়েহাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়

উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত।

সম্পর্কিত খবর