আইডিআরএর পুলে সিইওর যোগ্য মাত্র ৫ জন!

মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়ার জন্য পুল বা তালিকায় লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির জন্য মাত্র ৫ যোগ্য প্রার্থী পেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরএ। এরমধ্যে লাইফ বীমা চারজন আর নন-লাইফে মাত্র একজন ব্যক্তি তালিকায় যোগ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিইও হিসেবে নিয়োগ দেয়ার জন্য যোগ্য লাইফের চারজন হলেন, অজিত চন্দ্র আইচ, অমল কান্তী দাস, এস এম জিয়াউল হক ও পিপুল বিশ্বাস। এঁরা সবাই ইতোমধ্যে বিভিন্ন কোম্পানিতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে নন-লাইফ বীমা সিইও হিসেবে যোগ্য একমাত্র ব্যক্তি হলেন নাজিম উদ্দীন। তিনি ইসলামী ইন্সুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে সিইও হিসেবে নিয়োগ সহায়তার জন্য পুল গঠন করে আইডিআরএ। এই পুলে তালিকাভুক্ত হওয়ার জন্য বেশ কয়েকজন আবেদন করলে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের বাছাই করে ৫ জনের নাম প্রকাশ করে সংস্থাটি।

তবে, সিইও পুলভুক্ত করার জন্য প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে নির্ধারিত নিয়ম অনুসারে বাছাই করা হবে বলেও জানায় আইডিআরএ। এ ছাড়াও পরবর্তিতে যেকোন সময়ে সংস্থার কার্যালয়ে যোগ্য ব্যক্তিরা এ সংক্রান্ত আবেদন করতে পারবেন বলে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।

এ বিষয় আইডিআরএর এক কর্মকর্তা অর্থবাংলাকে বলেন, বীমা খাতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, কিন্তু এতো সংকট তা ভাবতে পারিনি। সব শর্ত পূরণ করে বীমা খাতে সিওই হিসেবে মাত্র ৫ জন যোগ্য হলেন- এটা হতাশার। কিভাবে আরও দক্ষ জনশক্তি তৈরি করা যায়, সেটাই এখন বড় দায়িত্ব।

সম্পর্কিত খবর