ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
মোট ৫৬ লাখ ৭০ হাজার ৯৩২টি শেয়ার ৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ২০ লাখ ৫৩ হাজার টাকা।
আজ(২০ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।