তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম ও পর্ষদ সভা

পরিচালনা পরিষদের ১৪৫ তম সভা করেছে দেশের বীমা খাতের শীর্ষস্থানীয় কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। আজ ১৬ আগষ্ট রাজধানীর ধানমন্ডিতে এই সভা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য মিসেস তাহমিনা আফরোজ চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও মো: মাসুদুর রহমান বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও জহিরুল ইসলাম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত এবং খোরশেদ আলম খান গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান হিসেবে পুন-নির্বাচিত হন। প্রতিষ্ঠানের কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহীন মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রাজধানীতে সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। সভায় শেয়ার হোল্ডারদের জন্য দশ শতাংশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ ও সিইও আবুল কালাম আজাদসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। এজিএমে অনুমোদনের পর এখন এই লভ্যাংশ শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা হবে। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত তাকাফুলের এই এজিএমে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারী উপস্থিত ছিলেন।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের ওপর সাধারণ শেয়ারহোল্ডাররা অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্বাগত ও সমাপণী বক্তব্য দেন।  এসময় সিইও আবুল কালাম আজাদ তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সার্বিক কল্যাণ কামনা করে বীমা খাতে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর