জাপানি বিনিয়োগ পাচ্ছে বেক্সিমকো

২ কোটি ডলারের জাপানি বিনিয়োগ পেতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল।
এতে চালু হতে যাচ্ছে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলো। ত্রিপক্ষীয় লিজ চুক্তিতে যৌথভাবে কাজ করবে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ।
এতে অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানটি সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড লিজ নিয়ে কারখানা সচল করতে রাজি হয়েছে। কমফোর্ট লেটার দিয়েছে বেক্সিমকো গ্রুপও।
চলতি আগস্টেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। জনতা ব্যাংক প্রায় ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য ব্যাংকসহ মোট ৩৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রপ্তানি-সংক্রান্ত ব্যাংকিং নীতিগুলো শিথিল করবে।
অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘মাথা ব্যথায় মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। বরং এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য ব্যবস্থা করতে হয়। বেক্সিমকোর জন্য সরকারের, আমি মনে করি ভালো বুদ্ধির উদয় হয়েছে বলে নীতিগত সমর্থন দিচ্ছেন। বেক্সিমকো যে শুধু সরকারের ঋণ নিতে পারবে না, একটা অধ্যায় রয়েছে। কিন্তু পরে কিন্তু বলা আছে যে রিভাইভাল প্রজেক্ট যেহেতু বিনিয়োগ করছে এবং এটার সম্ভাবনা প্রায় ১০ কোটি ডলারকেও ছাড়িয়ে যেতে পারে, এমন ইঙ্গিত রয়েছে।’
রিভাইভাল জাপান প্রথমে দুই কোটি ডলার ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে বেক্সিমকো টেক্সটাইলকে মূলধন সরবরাহ করবে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স পোশাক কিনবে বেক্সটেক্স থেকে। এতে আবারও কর্মসংস্থান হবে প্রায় ২৫ হাজার কর্মীর। চুক্তি অনুযায়ী, রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে। বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে।