৯৫% ঋণ খেলাপির চাঞ্চল্য ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

ব্যাংকের মোট ঋণের প্রায় ৯৫ শতাংশ অর্থাৎ ৫৮ হাজার ১৮২ কোটি টাকা খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকের মোট ঋণ রয়েছে ৬০ হাজার ৯১৫ কোটি টাকা, যা দেশের ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য এবং বিরল ঘটনা।

সম্প্রতি ব্যাংকের ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে, মোট ১৯৬টি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের ৫১ হাজার ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে বিতর্কিত এস আলম গ্রুপ একাই প্রায় ৪০ হাজার কোটি টাকা বেনামি ও নামসর্বস্ব প্রতিষ্ঠান ব্যবহার করে হাতিয়ে নিয়েছে।

ঋণ খেলাপির তালিকায় দেশের বড় বড় শিল্পগোষ্ঠী ও কোম্পানিগুলোর নাম রয়েছে। শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশবন্ধু সুগার মিলস, এমআরসি বিজনেস হাউস, গ্লোব ট্রেডার্স, তাসমিন ফ্লাওয়ার মিলস, এস.এ. অয়েল রিফাইনারি সহ আরও কয়েকটি নাম উল্লেখযোগ্য।

২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ১৭ হাজার ৭০০ কোটি টাকা। এই পরিস্থিতি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানিয়েছেন, গ্রাহকদের মধ্যে ঋণ খেলাপির সংবাদে উদ্বেগ বিরাজ করছে। তাই তারা সীমিত পরিমাণ অর্থ জমা দিতে আগ্রহী এবং নগদ টাকা উত্তোলনের জন্য শাখায় আসছেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মান্নান বলেন, তৎকালীন সরকার এই অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি, যার ফলে ব্যাংকের টাকা দুর্নীতির শিকার হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এস আলম গ্রুপের পক্ষ থেকে এখনও বকেয়া পরিশোধের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সম্পর্কিত খবর