৩০ বিলিয়ন ডলার প্রয়োজন জলবায়ু পরিবর্তন মোকাবেলায়

অর্থ উপদেষ্টা বলেন,
অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের মতো করে এগিয়ে আসতে হবে। দুর্যোগ প্রতিরোধে এবং ক্ষয়-ক্ষতি প্রশমনের জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
পরিবেশ জলবায়ু ও পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১-২ বিলিয়ন ডলার আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫ বিলিয়ন ডলারের সমঝোতা করা হবে।
আজ (৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং’ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় প্রধান অতিথি ছিলেন তিনি।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল আলোচনা নয়, কার্যকর পদক্ষেপের ওপর জোর দেয়ার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের মতো করে এগিয়ে আসতে হবে। দুর্যোগ প্রতিরোধে এবং ক্ষয়-ক্ষতি প্রশমনের জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ আরো অনেকে।