গাজায় ইসরায়েলের বর্বরতা
হাসপাতালে এলো মরদেহ; চিকিৎসক দেখলেন শুয়ে আছে তারই ছোট ভাই

শনিবার (২০ সেপ্টেম্বর) আল-শিফার পরিচালকের ভাইয়ের বাসা লক্ষ্য করে বর্বর হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে স্ত্রীসহ তিনি নিহত হন।
মোহাম্মেদ আবু সালমিয়া বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “আমি আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ দেখে হতভম্ব হয়ে পড়ি। এ মুহূর্তে যে কোনো কিছু সম্ভব। এখন আপনি আপনার প্রিয়জনদের আহত অথবা নিহত অবস্থায় পাচ্ছেন। দখলদারদের অপরাধ অব্যাহত আছে এবং শহীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৮৫ শতাংশই বেসামরিক সাধারণ মানুষ। যারমধ্যে আবার নারী-শিশু বেশি।