সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন পতন অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইর প্রধান সূচক কমেছে। এর আগের কার্যদিবসেও সূচক নিম্নমুখী ছিল। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছে। এর আগের কার্যদিবসেও এই ধারা অব্যাহত ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে ছয় হাজার ২৫৮ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে দুই হাজার ১৩১ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৮১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০৬ কোটি ১৫ লাখ টাকা কমেছে। এদিন ২৩ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৯৬৪টি শেয়ার ২ লাখ ২৯ হাজার ১৩৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৫২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ৪১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৩৬ কোটি ২৯ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ কোটি ৭২ লাখ, আফতাব অটোমোবাইল লিমিটেডের ২৩ কোটি ১৬ লাখ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ২১ কোটি ৭৮ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২১ কোটি ১৫ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৮ কোটি ৬৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৬৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ২৩ লাখ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, এসকোয়্যার নিট কম্পোজিট প্যানেল লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৯ দশমিক ০১ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ৮ দশমিক ০৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৬ দশমিক ২৯ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ৬৯ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৫ দশমিক ৪৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৯১ শতাংশ এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ৪ দশমিক ১৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ কমে ১০ হাজার ৭৭৩ দশমিক ৮৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে ১৭ হাজার ৯৮৯ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির এবং কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দর। সিএসইতে গতকাল মোট ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন কমেছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার, আরএন স্পিনিং মিলস লিমিটেডের ২ কোটি ২ লাখ ৮০ হাজার, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এক কোটি ৪২ লাখ ৩০ হাজার, রবি আজিয়াটা লিমিটেডের ১ কোটি ২ লাখ ১০ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭৯ লাখ ৬০ হাজার, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫৮ লাখ ১০ হাজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪১ লাখ ৩০ হাজার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।