সূচকের পতন অব্যাহত থাকলেও ডিএসইতে লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়লেও ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। এর আগের কার্যদিবসেও সূচকের পতন দেখা যায়। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ৫ হাজার ৭৭৪ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১ হাজার ২৬৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে দুই হাজার ১২ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৭২ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে। এদিন ১৬ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৭০৫টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৯৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২৮ কোটি ৯০ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ কোটি ৩৪ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ১৯ কোটি ৮৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৯ কোটি ৩৪ লাখ, উত্তরা ব্যাংক লিমিটেডের ১৬ কোটি ৭৬ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৩ কোটি ৭২ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৩ কোটি ৬৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১২ কোটি ৭৮ লাখ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ৩৩ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ১৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৩৩ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১-এর ৭ দশমিক ০১ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৯১ শতাংশ এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৬ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ০১ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪৫ দশমিক ২৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে ১৬ হাজার ৫৩৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর। সিএসইতে গতকাল মোট ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৮ কোটি ৭৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১ কোটি ১০ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এন এস