শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়াল

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল পাঁচ হাজার ৩৩৭ পয়েন্ট।

দেশের পুঁজিবাজারে কয়েক দিন দরপতনের পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। অনুকূল সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক প্রত্যাশা নিয়ে বিনিয়োগকারীরা বাজারে ফিরেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স ১০.৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল পাঁচ হাজার ৩৩৭ পয়েন্ট।

তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল কম, বাজারে লেনদেনের পরিমাণ প্রায় তিন মাস পর ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আগের দিনের ৫৪০ কোটি টাকা থেকে তা আজ ১৪.২ শতাংশ কমে ৪৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

খাতভিত্তিক লেনদেনে ওষুধ (১৪.০ শতাংশ) খাত সর্বোচ্চ অবস্থানে ছিল। এরপর টেক্সটাইল (১৩.৯ শতাংশ) এবং ব্যাংক (১০.৪ শতাংশ) খাতের স্থান। বেশিভাগ খাতে শেয়ারের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।
এর মধ্যে কাগজ (৩.৯ শতাংশ), সিরামিক (২.৭ শতাংশ) এবং আইটি (২.৩ শতাংশ) খাতের ভালো অবস্থান ছিল। তবে সেবা (-০.৫ শতাংশ), ব্যাংক (-০.৫ শতাংশ) এবং খাদ্য (-০.১ শতাংশ) খাতে দরপতন হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, ১০০টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ পতন হয়েছে। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৩০.০ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৫৩.০ পয়েন্ট কমেছে। বাসস

সম্পর্কিত খবর