রুপার দামে নতুন ইতিহাস

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি রুপার দাম পৌঁছেছে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায়। অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রুপার দাম আউন্সপ্রতি ৫০ ডলার ছুঁয়েছে—যা ১৯৮০ সালের পর সর্বোচ্চ।

সুইস ব্যাংক সিতে জেসসিয়নের বিনিয়োগ কৌশলপ্রধান জন প্লাসার্ড বলেছেন, ‘এটি অনেকটা ‘ক্যাচ-আপ’ প্রভাবের মতো। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ, ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানো এবং ফ্রান্সের ঋণ পরিস্থিতি—সব মিলিয়ে বিনিয়োগকারীরা রুপার দিকে ঝুঁকেছেন।’

তিনি আরও জানান, রুপার দাম বৃদ্ধির আরেকটি কারণ হলো—বিশ্ববাজারে ধাতুটির ঘাটতির কথা শোনা যাচ্ছে। বিনিয়োগের পাশাপাশি সৌর প্যানেলসহ বিভিন্ন শিল্পেও রুপার ব্যবহার দ্রুত বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনিশ্চিত সময়ে স্বর্ণ ও রুপা—উভয়ই নিরাপদ বিনিয়োগের আশ্রয় হিসেবে কাজ করে।

সম্পর্কিত খবর