বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৬ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩০.৬৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই পরিসংখ্যানে রয়েছে পার্থক্য।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী হিসাব করলে, বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৫.৭৫ বিলিয়ন মার্কিন ডলারে।
বিপিএম৬ পদ্ধতিতে মূলত তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী বৈদেশিক সম্পদকেই রিজার্ভ হিসেবে ধরা হয়। এতে করে বৈদেশিক ঋণ, এলসি গ্যারান্টি বা দীর্ঘমেয়াদি অপ্রাপ্য অর্থ এই হিসাবের বাইরে থাকে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই পদ্ধতি অনুসরণ করে রিজার্ভ প্রকাশ করার নির্দেশনা দিয়েছে আইএমএফ। ফলে দুই ধরনের রিজার্ভ পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে—একটি প্রচলিত পদ্ধতিতে, আরেকটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক লেনদেন ও অর্থনীতির প্রকৃত চিত্র বুঝতে বিপিএম৬ পদ্ধতি অনুসারে হিসাব করাই বেশি গ্রহণযোগ্য।