বায়ুর মানে ৭৫তম অবস্থানে ঢাকা

রাজধানী ঢাকার বাতাসের মানে বেশ উন্নতি হয়েছে।
আজ সকাল ৮টা ৪৯ মিনিটে ৫০ স্কোরে ঢাকার অবস্থান ৭৫তম। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য পাওয়া গেছে।
আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, আজ ঢাকার বাতাস ভালো।
এ ছাড়া বিশ্বের দূষিত ১২৫টি শহরের মধ্যে আজ শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা, যার স্কোর হচ্ছে ১৯৬। অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৬০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সৌদি আরবে রিয়াদ। এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’।
তালিকায় ইন্দোনেশিয়ার জাকার্তা শহর ১৫৮ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। মানদণ্ড অনুযায়ী এই শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৩২ স্কোরে চতুর্থ ও পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা ও উগান্ডার কাম্পালা শহর।