বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত হলো ফিলিপাইনে

২০১৬ সালের বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অবশেষে বড় সাফল্য মিলেছে।

দীর্ঘ আইনি লড়াই শেষে ফিলিপাইনের আদালতের আদেশে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)-এর অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

সিআইডি নিশ্চিত করেছে, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এই অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ফেরত আনা হবে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট সিস্টেম হ্যাক করে অপরাধীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের নিউইয়র্ক শাখায় থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এর মধ্যে ১০ কোটি ১০ লাখ ডলার পাচার হয়। শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার ফেরত আসে, কিন্তু বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে বিভিন্ন ক্যাসিনোতে ঢুকে যায়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ২০১৬ সালের ১৫ মার্চ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন। কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সহযোগিতা ও ফিলিপাইনের আদালতের নির্দেশনার মাধ্যমে অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ আজ বিকেলে রাজধানীর মালিবাগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। সংস্থাটি বলছে, বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যা এই মামলার তদন্ত ও অর্থ উদ্ধারে একটি বড় মাইলফলক।

সম্পর্কিত খবর