ফিনিক্স ফাইন্যান্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা

রাজধানীর কাকরাইলে ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কাকরাইলে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। একই সঙ্গে ভেন্যু ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
সভায় অংশ নেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আহমেদ জাকারিয়া, প্রতিনিধি পরিচালক এফ হায়দার আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান (এফসিএ, এফসিএস), কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুরী (এসিএস) ও অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। আলোচ্যসূচির সব প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।