পান-সুপারির আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ১

পটুয়াখালীর বাউফলে পান-সুপারির ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মো. মুছা (৪১) নামে একজনকে আটক করেছে পুলিশ।

(১ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুছা ওই ইউনিয়নের খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুছার কাছে থাকা পান-সুপারির ক্যাশ বাক্সে তল্লাশি করে ১০৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘মুছা পান-সুপারির ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রি করে আসছিল। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

সম্পর্কিত খবর