নারী উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৩৫ জন নারী উদ্যোক্তা।

সম্প্রতি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী উদ্যোক্তাদের নিবিড় প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দেয়া হয়। উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রবেশের পাশাপাশি দেশের অন্যান্য নারীদের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জাগানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের সিগনেচার কর্মসূচি ‘আমরাই তারা’ এর অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মসূচির লক্ষ্য ছিল নারীদের জন্য অর্থায়ন, পরামর্শ ও দক্ষতা উন্নয়ন সুবিধা সহজলভ্য করা। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালী করা ও দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের টিম অংশগ্রহণকারীদের ই-কমার্স, এফ-কমার্স ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, ব্র্যাক ব্যাংকের স্মল বিজনেস (সেন্ট্রাল) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সের প্রধান আলমগীর হোসেন ও উইমেন অন্ট্রাপ্রেনর সেলের প্রধান খাদিজা মরিয়ম।

এ সময় তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর