দেশে আরো ৩টি কারখানা পেল লিড সনদ

সর্বশেষ যুক্ত হওয়া তিনটি কারখানা হলো ফয়সল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-১, ইউনিট-২ ও ইউনিট-৩। তিনটিই সিলভার স্তরের সার্টিফিকেশন পেয়েছে।

বাংলাদেশে আরো ৩টি নতুন কারখানা লিড (এলইইডি) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়াল ২৬১টিতে। এর মধ্যে ১০৯টি প্লাটিনাম, ১৩৩টি গোল্ড এবং ১৫টি সিলভার সার্টিফায়েড কারখানা।

সর্বশেষ যুক্ত হওয়া তিনটি কারখানা হলো ফয়সল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট-১, ইউনিট-২ ও ইউনিট-৩। তিনটিই সিলভার স্তরের সার্টিফিকেশন পেয়েছে।

কারখানা তিনটির অবস্থান: নয়াপাড়া, সাইহামনগর, মাধবপুর, হবিগঞ্জ

এ অর্জনকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক মুহূর্ত হিসেবে দেখছেন শিল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটি পরিবেশবান্ধব আরএমজি শিল্প গঠনের প্রতি দেশের অঙ্গীকারের শক্ত প্রমাণ।

রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সম্পর্কিত খবর