চার্টার্ড লাইফ ও জায়ন্যাক্স হেলথের চুক্তি

সোমবার ( ০১ সেপ্টেম্বর ) চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জায়ন্যাক্স হেলথ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং জায়ন্যাক্স হেলথ-এর চীফ অপারেটিং অফিসার রাসেল হোসেন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়াও চার্টার্ড লাইফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি এস.এম সাঈদ হোসেন, সিনিয়র ম্যানেজার, এডিসি মির্জা মোঃ নাবির উদ্দিন এবং জায়ন্যাক্স হেলথ-এর হেড অব সেলস এন্ড মার্কেটিং এস. এম মনজুরুল আলম, সিনিয়র ম্যানেজার, বিটুবি এন্ড কর্পোরেট সেলস নিপা আক্তার উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় জায়ন্যাক্স হেলথ লিমিটেড এখন থেকে চার্টার্ড লাইফ-এর ইন্স্যুরটেক পার্টনার হিসেবে কাজ করবে।

সম্পর্কিত খবর