চার্টার্ড লাইফের নতুন অফিস কার্যক্রম

চার্টার্ড লাইফ এর মানিকগঞ্জ সেলস অফিসের অধিনে মানিগঞ্জের বায়রা সিংগাইর এলাকায় চার্টার্ড লাইফ-এর নতুন অফিস কার্যক্রম শুরু।
কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীর ভাইস চেয়াম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, এজেন্সী ডিরেক্টর মুক্তাকিন ইসলাম মুক্তা, সিএফও জনাব আবু আহমেদ কবির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানিগঞ্জ সেলস অফিসের সেলস ম্যানেজার মোঃ সানজিদুল ইসলাম। বায়রা সিংগাইর অফিসের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ৩০ টি নতুন পলিসি ও সর্বমোট ৫,১২,৬০০/- (পাচঁ লক্ষ বার হাজার ছয়শত) টাকা দিয়ে কোম্পানীর ভাইস চেয়ারম্যান-কে বরণ করে নেওয়া হয়।