খসড়া বিধিমালার ওপর মতামতের আহ্বান

বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ‘মার্জিন রিপিল রুলস, ২০২৫’ এবং ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের মতামত আগামীকাল ৯ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে পাঠাতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আইডিআরএ’র আইন অনুবিভাগ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বিধিমালা প্রণয়নে সংশ্লিষ্ট সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য দ্রুত মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে এবং মতামত জমা দেওয়ার জন্য দুইটি ই-মেইল ঠিকানাও উল্লেখ করা হয়েছে— officerlaw@idra.org.bd ও nupur88102@gmail.com।
আইডিআরএ পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব বিধিমালা কার্যকর হলে বীমা খাতের নীতিমালা বাস্তবায়নে আরও শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে আইডিআরএ’র চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।