এশিয়ান ট্যুরিজম ফেয়ারের পর্দা নামছে আজ

আসন্ন পর্যটন মৌসুম ঘিরে দেশ-বিদেশে ভ্রমণের আকর্ষণীয় নানা প্যাকেজ আর ছাড়ের পসরা নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের ‘১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫’। শুক্রবার ছিল ট্যুরিজম ফেয়ারের দ্বিতীয় দিন। আর আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় এই আয়োজনের পর্দা নামবে।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ইয়াসমিনসহ ফিলিপাইন এবং মালদ্বীপের রাষ্ট্রদূত।
এদিকে মেলার প্রথম দিন থেকে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।
পরিবার নিয়ে মেলায় এসেছেন রেজোয়ান কবির। তিনি বলেন, প্রতি বছরই এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আসি। এবারও এসেছি। মেলা ঘুরে দেখছি। বিভিন্ন ট্যুর অপারেটররা বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। এ ধরনের মেলার আয়োজন দেশের টেকসই পর্যটন উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
ধানমন্ডি থেকে আগত রাহাত শিকদার বলেন, দেশ-বিদেশে ঘুরে বেড়ানো আমার নেশা। তাই দেশের মাটিতে এ ধরনের মেলার আয়োজনের ফলে বাংলাদেশের পর্যটন গন্তব্য সমূহকে বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ তৈরি হয়।
পর্যটন বিচিত্রার আয়োজনে এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও পার্টনার কান্ট্রি ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলায় দুইটি হলের ১৮০টি বুথে এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা আসন্ন পর্যটন মৌসুমের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এই আয়োজনের মাধ্যমে পর্যটন শিল্পের সকল গন্তব্যসহ হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স, থিমপার্ক, ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্টসহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে গতিশীলতা আনার লক্ষ্যে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন। এই মেলা সরকারি-বেসরাকারি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্য সমূহকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করছে।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এনডোর্স-এ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় চলছে এই বর্ণাঢ্য মেলা।
আসন্ন পর্যটন মৌসুমকে ঘিরে মেলায় রয়েছে দেশ ও বিদেশ ভ্রমণে নানাবিধ প্যাকেজ অফার। মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিটুবি সেশন, ডেস্টিনেইশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশনসহ নানাবিধ ব্যবসায়িক কার্যক্রম চলছে। এবারের মেলার অংশ হিসেবে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। পর্যটন শিল্পে আসন্ন প্রকল্প সমূহের প্রদর্শনী ও স্থানীয় ইনভেস্টমেন্টের সুযোগ মেলার মাধ্যমে উপস্থাপিত হচ্ছে।
মেলায় বাংলাদেশ ও ফিলিপাইনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পুর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা থাকবে।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য বিভিন্ন ফেয়ার-ফেস্টিভাল, ইভেন্ট, কনফারেন্স এবং ফুড ফেস্টিভালসহ ইত্যাদি অনুষ্ঠানাদি দেশি-বিদেশি পর্যটকদের কাছে সর্বদাই সমাদৃত হয়ে আসছে। পর্যটন সংশ্লিষ্ট যে কোনো ফেয়ার-ফেস্টিভাল এবং উৎসব পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রতিবছরের ন্যায় এবারও মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। তাছাড়া এই মেলাটিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গুরুত্ব সহকারে দেখছে।