১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ ও উন্নয়নে ১০ কোটি ডলার বা স্থানীয় মুদ্রায় প্রায় ১২১৭ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এসে উন্নয়ন সহযোগী এই সংস্থাটির সঙ্গে ঋণচুক্তি করল সরকার।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। আর এডিবির পক্ষে বাংলাদেশে সংস্থার কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন বলে ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যেও একটি প্রকল্প চুক্তি সই হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিম এ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটির বাস্তবায়নকাল চলতি বছরের সেপ্টেম্বর হতে ২০৩০ সালের মার্চ পর্যন্ত।

প্রকল্পের মূল উদ্দেশ্য হল-ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্প-মেয়াদি ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তা করা।

ইআরডি বলছে, এডিবির এই ঋণ ‘কম সুদে’ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে; বার্ষিক সুদের হার ২ শতাংশ।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা সম্প্রসারণের জন্য ২০১৭ সালের নভেম্বরে এডিবির সহায়তায় ২৪ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল।

সরকার ও এডিবির যৌথ অর্থায়নে পরিচালিত ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২)’ আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহকদের ৬ শতাংশ সুদে বিতরণ করেছিল।

তখনও ঢাকা ও চট্টগ্রাম নগরীর বাইরের এলাকায় সুবিধাবঞ্চিত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এই তহবিল থেকে ঋণ পেয়েছিলেন এ প্রকল্পের আওতায়।

সম্পর্কিত খবর