উদ্যোক্তা পরিচালকের ১৪ কোটি টাকার শেয়ার উপহার

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক আফরোজা খানম তার স্বামী ময়নুল ইসলামের (সাধারণ শেয়ারহোল্ডার) নামে বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি দুটি পৃথক ঘোষণার মাধ্যমে মোট ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি আগামী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে সম্পন্ন হবে।

বর্তমানে মুন্নু সিরামিকের শেয়ারের দাম ৭৯ টাকার ওপরে লেনদেন হওয়ায়, ঘোষিত ৩০ লাখ শেয়ারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পারিবারিক শেয়ার হস্তান্তর মূলত অভ্যন্তরীণ পুনর্বিন্যাস, যা সাধারণত বাজারের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলে না। তবে কেউ কেউ সতর্ক করে বলেছেন, সাধারণ শেয়ারহোল্ডারের কাছে এই শেয়ার যাওয়ায় ভবিষ্যতে তা বিক্রির মাধ্যমে বাজারে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি এবং দর পতনের ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে, বিশ্লেষকদের ইতিবাচক দিক হলো— অনেক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এমন হস্তান্তর করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই ঘোষণাটি প্রকাশ্যে জানিয়ে কোম্পানিটি বাজারে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

সম্পর্কিত খবর