ইতিহাসে প্রথম স্বর্ণের দাম পার করল ৪ হাজার ডলার

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেলের সুদের হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, দুর্বল ডলার এবং রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের মূল চালিকাশক্তি।
স্বর্ণের দাম বুধবার প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলার অতিক্রম করেছে, যা ইতিহাসে নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। খবর রয়টার্স।
স্পট স্বর্ণ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭ ডলার ১৬ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৪০ ডলার হয়েছে।
২০২৫ সালের শুরু থেকে স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ। এ ব্যাপক মাত্রায় মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণকে বছরের সেরা পারফরমিং অ্যাসেট হিসেবে দেখছেন বিনিয়োগ বিশ্লেষকরা। গত বছরও এটির দাম বেড়েছিল ২৭ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার হ্রাস, রিজার্ভ বৈচিত্র্যায়নে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় বৃদ্ধি, ডলারের অবমূল্যায়ন এবং রাজনৈতিক অস্থিরতা এখন স্বর্ণের বাজারের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।