আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক এবং ব্যাংকের শেয়ারহোল্ডারবৃন্দ। পরিচালক মুহাম্মদ মনজুরুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন আইএফআইসি ব্যাংকের ঐতিহ্য ও অবস্থান পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইএফআইসি ব্যাংক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়োপযোগী কৌশলগত সংস্কারের মাধ্যমে নতুনভাবে শক্ত অবস্থান গড়ে তুলছে। শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টা চলমান এবং যেকোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে। তিনি আরও আশাবাদ প্রকাশ করেন যে, এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে ব্যাংকের মূল আর্থিক সূচকসমূহ আগামী অর্থবছরে ইতিবাচক প্রবৃদ্ধি প্রদর্শন করবে।
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা তার বক্তব্যে ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং অংশীজনদের আস্থা পুনরুদ্ধারে আইএফআইসি ইতোমধ্যে বেশ কিছু কার্যকরী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ মূলত শেয়ারহোল্ডার, আমানতকারী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণে নিবেদিত।
সভায় পূর্বনির্ধারিত এজেন্ডাগুলো আলোচনার মাধ্যমে গৃহীত হয় যার মধ্যে ২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন ও পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অন্যতম।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোকাম্মেল হক।