৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার ড্রেনে পড়া সেই ব্যক্তি

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ডুবুরি দল। ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সুয়ারেজ লাইনের একটি ড্রেনের ভেতরে ওই ব্যক্তি নিখোঁজ হয়। পরে বিকেল ৩টায় তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি নিখোঁজ হয়। এমন সংবাদে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। আজ বিকেল ৩টার দিকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয় ব্যক্তিটি। আজ সকাল ৯টায় কালশীর ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের লাইনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।