গ্রাহকের বীমা দাবী পরিশোধ করার মধ্য দিয়ে দেশে ব্যবসা পরিচালনা করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স- এমনটি বলেছেন প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। তিনি বলেন, যথাযথ সেবা প্রদান করে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করেই জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা হতে চায় নতুন প্রজন্মের এই বীমা কোম্পানী।
শনিবার বিয়ানীবাজার সিলেট শাখা কার্যালয়ে কোম্পানিটি ২ লাখ ২১ হাজার ৮৫৭ টাকার মৃত্যুদাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম নুরুজ্জামান এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এম ফয়জুল হক শিমুল। ব্যবস্থাপনায় ছিলেন এসইভিপি মো.আব্দুল মতিন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান অর্থবাংলাডটকমকে প্রয়াত বীমা গ্রাহক রেজমিন বেগম জেনিথ ইসলামী লাইফে ১২ বছর মেয়াদি বীমা পলিসিতে তিন কিস্তি জমা দিয়েছেন। ২০ হাজার টাকা করে তার মোট ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা হয়েছে। সিলেটের অনুষ্ঠানে বীমা গ্রাহকের নমিনি স্বামী ফলিক মিয়ার কাছে ২ লাখ ২১ হাজার ৮৫৭ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।
মৃত্যুদাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ। এছাড়াও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক লার্জফার্মা লিমিটেড বিয়ানীবাজার ফারুক উদ্দিন, ইভিপি মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।