৪৩ দিন নি‌খোঁজ এক পু‌লিশ কর্মকর্তা

 

পু‌লিশ উপপরিদর্শক আনোয়ার হোসেন ৪৩ দিন যাবত নি‌খোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ কর্মকর্তা স্বামীর সন্ধান চেয়ে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী নাজমা সুলতানা।

উপপরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা সুলতানা শনিবার দুপু‌রে বলেন, তার স্বামীর বাড়ি পটুয়াখালীর সবুজবাগে। গত বছর ২৭ ‌মে ক‌রোনায় আক্রান্ত হন তিনি। চল‌তি বছরের ১ জানুয়ারি তাকে ব‌রিশা‌লের কাউ‌নিয়া থানা থেকে‌ রাঙ্গামা‌টির বাঘাইছ‌ড়ি থানায় বদ‌লি করা হয়।

বরিশালের পু‌লিশ ক‌মিশনা‌রের কা‌ছে ওই বদ‌লির আ‌দেশ বাতিল চে‌য়ে ম‌্যা‌সেঞ্জা‌রে অনুরোধ জানানো হয়। এতে কমিশনার রাগ করেন। বিষয়‌টি ফেসবুকে প্রকাশ হলে আনোয়ারের বিরু‌দ্ধে বিভাগীয় মামলা হয়। প‌রে আ‌নোয়ার রাঙ্গামা‌টির বাঘাইছ‌ড়ি থানায় যোগ দেন। কিন্তু তিনি মানসিকভাবে ভেঙে পড়লে তা‌কে ১৭ আগস্ট কু‌মিল্লা জেলায় বদ‌লির ছাড়পত্র দেয় হয়। সেখান থে‌কে ২১ আগস্ট আ‌নোয়ার তার ব‌রিশা‌লের কাউ‌নিয়া এলাকায় ভাড়া বাসায় এ‌সে স্ত্রী-সন্তান‌দের সঙ্গে সময় কাটান। এর চার দিন পর ২৬ তা‌রিখ বিকেল থে‌কে আ‌নোয়ার নি‌খোঁজ হন।

এ ব‌্যাপা‌রে গত ১২ ‌সে‌প্টেম্বর কো‌তোয়ালি থানায় এক‌টি সাধারণ ডায়‌েরি (জিডি) ক‌রা হয়। জিডিতে উ‌ল্লেখ করা হয়, বড় ছে‌লে আয়াতুল্লাহ ব‌রিশাল জিলা স্কু‌লের দশম শ্রেণির ছাত্র এবং ছোট ছে‌লে আলী ‌নেওয়াজ এ‌কে সিরা‌জি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। বাবার অনুপ‌স্থিতিতে তা‌দের শিক্ষা কার্যক্রম ব‌ন্ধের উপক্রম।

এ অবস্থায় ৪৩ দিন ধরে নিখোঁজ স্বামীর সন্ধান পেতে সবার সহযোগিতা চান নাজমা।