এক অদ্ভুত মৃত্যুর ঘটনা। ৪১ টি ডিম খাওয়ার পরই ঘটনাস্থলেই মারা গেলেন এক ব্যক্তি। বাজি ধরেই ৪১ টি ডিম খেয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি।
মজার করার জন্য দুই বন্ধু বাজি ধরেছিল। আর সেটাই হয়ে গেল মৃত্যুর কারণ। ৫০টি ডিম খেতে পারলে ২০০০ টাকা দেওয়া হবে, এমনটাই ছিল বাজি, সঙ্গে এক বোতল মদ।
৪২টি ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান সুভাষ যাদব নামের ওই ব্যক্তি। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। সেখানেই মৃত্যু হয় তার।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের বিবিগঞ্জ বাজারে। জানা গিয়েছে, ৪২ বছরের সুভাষ ট্র্যাক্টর ও বোলেরো চালাতেন। শুক্রবার বিবিগঞ্জ বাজারে বন্ধুর সঙ্গে ডিম খেতে গিয়েছিলেন। সেখানে কথায় কথায় কে ক’টা ডিম খেতে পারে এই নিয়ে কথা শুরু হয়।
এরপরই দুইজন বাজি ধরে। বাজির শর্ত ছিল ৫০টি ডিম ও এক বোতল মদ খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে।
সুভাষ বাজিতে রাজি হয়ে ডিম খেতে শুরু করে। ৪১টি ডিম খেয়েও ফেলেছিলেন তিনি। তবে ৪২টি ডিম খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন সুভাষ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।