লিবিয়ায় ড্রোন হামলায় নিহত তিন কর্মীর লাশসহ দেশে ফিরেছেন ১৫২ বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইজেড ২১৮ চার্টার্ড ফ্লাইটে করে মিসরাতা বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এবং বিশেষত আইওএম এর সক্রিয় সহায়তায় তারা ফিরেছেন।
তিনি জানান, স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদের মধ্যে অন্তত ছয়জন আহত রয়েছেন। তাদের হুইল চেয়ারে করে নামানো হয়েছে।