রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বমোট আরও ৫ লাখ ৯৬ হাজার ৯০৩ জন টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ জনে দাঁড়িয়েছে।
তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।
আজ সোমবার (১৮ অক্টোবর) টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৬১১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৮৫ জন।
প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ২০৪ জন এবং নারী ১ লাখ ৮৪ হাজার ৪১৪ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ২১৩ জন এবং নারী ১ লাখ ১৩ হাজার ৭২ জন।
আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
চলতি বছরের ২৭ জানুয়ারি করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
সোমবার (১৮ অক্টোবর) পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৮২৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৬৮ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।