আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ২০১৯ কিংবা ২০২৪ নয় ২০২৯ সালের নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়ে মাথা ঘামানো যাবে, তার আগে কেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।
তিনি বলেন, এরা নির্লজ্জ মিথ্যাচার, সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। সাদেক হোসেন খোকাকে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, কারণ আওয়ামী লীগের সাথে জনগণ আছে।
হানিফ বলেন, আমাদের কারণে আওয়ামী লীগের গায়ে কলঙ্গ লাগুক এই কাজ বরদাসত করা যাবে না। দুই একজন জুয়াড়ি বা ক্যাসিনোর সাথে জড়িতদের কারণে শেখ হাসিনার অর্জনকে ম্লাণ করা যাবে না। অপরাধীরা আওয়াম ীলীগের হলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বেলা দুপুরে ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে দীর্ঘ ৭ বছর পর উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ভেড়ামারা উপজেলা আওয়মী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথি ও কাউন্সিলরা। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা প্রমুখ।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আখতারুজ্জামান মিঠু’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে রফিকুল আলম চুনু ও সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানাকেই সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।