১৬নং ওয়ার্ডের বাসিন্দাদের আস্থার প্রতীক রাব্বি

ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে অতন্দ্রপ্রহরী হিসেবে থাকতে চান এ ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি। এলাকাবাসীকে নির্মল বিনোদন, আধুনিক কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, বিনোদন পার্ক, গণপাঠাগার, ব্যায়ামাগার, কবরস্থান, শিক্ষাবান্ধব ও পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চান তিনি।

১৬নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন, রাব্বি একজন স্বচ্ছ মানুষ। তিনি সব সময় আমাদের পাশে ছিলেন, আছেন। তাকে আমাদের যখনই প্রয়োজন সুখে-দুঃখে তিনি আমাদের পাশে এসে হাজির হন। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এই এলাকা মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত হবে বলে আমরা বিশ^াস করি।

এ বিষয়ে কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রাব্বি বলেন, দলের ও দেশের দুঃসময়ে সমস্ত নেতাকর্মী নিয়ে সব সময় রাজপথে সরব ছিলাম। দীর্ঘদিন আমি কাফরুল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করেছি। আমি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস শক্তহাতে দমন করব। প্রত্যেকের নাগরিক যথাযথ সেবা নিশ্চিত করব।

কাউন্সিলর প্রার্থী রাব্বি বলেন, ১৬নং ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসেন। আমি তাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, এলাকার জনগণ যদি আমাকে কাউন্সিলর নির্বাচিত করেন তাহলে ১৬নং ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, সকল প্রকার মাদক নির্মূল, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, কবরস্থান, ঈদগাঁহ মাঠ, আধুনিক খেলার মাঠ, পার্ক, রাস্তাঘাট সংস্কার, বিনোদনকেন্দ্র, পরিকল্পিত নগরায়ন, ফ্রি ওয়াইফাই সুবিদাসহ এই ওয়ার্ডকে জলাবদ্ধতা নিরসন ও দখলমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে জনগণকে উপহার দেব।

তিনি বলেন, এই এলাকার জনগণের কাছে এবং বাংলার ১৬ কোটি মানুষের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও তার রোগ মুক্তির জন্য দোয়া চাই। আর আমি আমার ওয়ার্ডের জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে তৈরি করতে চাই।

প্রসঙ্গত: ডিএনসিসির কাফরুল, ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পুরাতন বিমানবন্দর এলাকা নিয়ে ১৬নং ওয়ার্ড গঠিত। ঢাকা-১৫ আসনের অধিভুক্ত এই ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৩ লাখ ও ভোটার সংখ্যা ৯০ হাজার।