সম্প্রতি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ১৬তম সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ফোরাম। অনুষ্ঠানের আয়োজক অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ)। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ইমপ্যাক্ট অব প্যানডেমিক অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট: স্ট্রাটেজিস ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড গ্রোথ’।
(ব্যবসা ও ব্যবস্থাপনায় মহামারীর প্রভাব: টেকসই ও প্রবৃদ্ধি কৌশল) আয়োজনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের শুকুর আইবিএ ইউনিভার্সিটির উপাচার্য এবং এএমডিআইএসএর সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মীর মোহাম্মাদ শাহ। গতকাল আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর পরিচালক এবং সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ফোরামের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন।