অর্থবাংলা : জুট টেক্সটাইল মিলসকে ১৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৬৭৬ টাকা দাবি পরিশোধ করল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বীমা গ্রহীতা জুট টেক্সটাইল মিলের প্রতিনিধির হাতে এ চেক তুলে দেয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমেদসহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজিরুল ইসলাম এবং জুট টেক্সটাইল মিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বীমা দাবি পরিশোধে। আমাদের সময় সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করেছি। সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি বীমা খাতের অনিয়ম দূর করে উন্নয়ন করার।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান বলেন, আমরা সব সময়ই বীমা দাবি পরিশোধে গুরুত্ব দিয়ে থাকি।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সব সময়ই গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই ব্যবসা করে আসছে।