১০ রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা: এরদোয়ানকে সতর্ক করবেন বাইডেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ‘তাৎক্ষণিক’ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ ২ নেতার বৈঠকে এরদোয়ানকে বাইডেন বলবেন, যেকোনো বিষয়ে তুরস্কের ‘তাৎক্ষণিক’ ব্যবস্থা নেওয়ার বিষয়টি কোনো দেশের জন্যেই সুফল বয়ে আনবে না।

তুরস্কে কারাবন্দি ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তি চাওয়ায় চলতি মাসের শুরুতে এরদোয়ান যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার নির্দেশ দেন। পরে তিনি সেই নির্দেশ প্রত্যাহার করে নেন।

এ প্রসঙ্গ টেনে মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট অবশ্য এসব সংকট এড়িয়ে যাওয়ার বিষয়ে কথা বলবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র-তুরস্ক অংশীদারিত্ব ও জোটের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না।’

তিনি আরও বলেন, ‘তুরস্ক যদি মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতো তাহলে ২ নেতার বৈঠক হয়তো হতো না। কিন্তু, এখন আপাতত সেই সমস্যার সমাধান হয়েছে।’

রোমে জি২০ সম্মেলনে যোগ দিতে আসা বাইডেন তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক এবং সিরিয়া ও লিবিয়াসহ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও, যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় মার্কিন আইনপ্রণেতারা তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাইডেন প্রশাসনের কাছে।

রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুরস্ক ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চায়।

কিন্তু, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, সিরিয়া নীতি ও তুরস্কে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেশ কয়েক বছর ধরে এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর বিরোধ চলছে।