হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব গ্রেফতার

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিবকে মোহাম্মদ শাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। আজ সন্ধ্যায় মতিঝিলস্থ কোম্পানির প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ মে আদালত বীমা কোম্পানিটির একজন কর্মকর্তার দায়েরকৃত সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেফতার পরোয়ানা জারি করেন। আদালতের সেই নির্দেশ বাস্তবায়নে আজ তাকে গ্রেফতার করা হয়।

শাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, সিলেটে হোমল্যান্ড লাইফের বোর্ড মিটিং ও উন্নয়ন সভা বাবদ ৪ লাখ ৭৩ হাজার টাকা গ্রাহণ করে তা ফেরত দেননি এবং বীমা গ্রাহকদের কাছ থেকে ফেরত আসা ৪/৫ হাজার চেক দাবি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক নিজের হস্তগত করেছেন।

সূত্র মতে, গত ১৩ ফেব্রুয়ারি হোমল্যান্ড লাইফের দাবি বিভাগের ৪ কর্মকর্তা শাহিদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি জিডি (নং- ১১১১) করেন। ওই জিডিতে একই ধরণের অভিযোগ আনা হয়।

এরআগে হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব পদ থেকে গত ১১ ফেব্রুয়ারি শাহিদুল ইসলামকে টার্মিনেট করা হয়।

খিলগাঁও থানার এএসআই বেলাল হোসেন বলেন, সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেফতারের নির্দেশ ছিল আদালতের। সেই নির্দেশ বাস্তবায়নে তাকে গ্রেফতার করা হয়েছে। এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে খিলগাঁও থানার পুলিশের একটি দল গ্রেফতার করে। এ সময় মতিঝিল থানার পুলিশও সঙ্গে ছিল।