টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভালো নেই। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ করেই শরীর খারাপ হয় তার। বর্তমানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি আছেন তিনি।
জানা গেছে, মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
দীর্ঘদিন ধরেই অ্যামোনিয়া ও রক্তস্বল্পতার সমস্যায় ভুগছিলেন গুণী এই অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও রয়েছে।
অভিনেত্রীর মেয়ে মিমি ভট্টাচার্য জানান, ‘করোনার কারণে দীর্ঘদিন মাকে হাসপাতালে চেকআপ করানো হয়নি। ফলে জটিলতা তৈরি হয়েছিল। আপাতত মা সুস্থ আছেন। ডাক্তার বলেছে চিন্তার কারণ নেই।’
প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বাংলা সিনেমায় কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’ ইত্যাদি। তিনি ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন।