স্থগিতকৃত এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর

আগামী ১১ই সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ পরীক্ষার পুনর্বিন্যাশকৃত সময়সূচি প্রকাশ করেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এ সময়সূচি প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ জুন সিলেট বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এর পর ৮ দিন রুটিন অনুযায়ী পরীক্ষা চলার পরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরে আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করে বিগত সরকার।

সর্বশেষ ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানায় বোর্ডগুলো।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে কাজ করছে স্ব স্ব বোর্ড।

সূচি অনুযায়ী, এখনো বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ের ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি।

এন এস