পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্য বাড়ানোর প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সমাবেশ করবে বিএনপি।
গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সমাবেশের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ কর্মসূচীর ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। সেই সিন্ডিকেটের পেছনে সরকারের মদদ রয়েছে। শুধু পেঁয়াজ নয়, নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে গেছে। আমরা এ বিষয়ে সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। চিকিৎসকরা বলেছেন তার এখন পঙ্গুত্বের অবস্থা হয়েছে। আমরা আগেও বলেছি, আজকেও অফিসিয়ালি বলছি, তার স্বাস্থ্যের অবস্থা সুনির্দিষ্টভাবে জানতে চাই।
সৌদিতে নিহতদের ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘৫৩ জন প্রাণ হারিয়েছেন, এটা কোনো বড় সংখ্যা নয়’। আমরা তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমাদের নারী সংগঠনগুলো পরবর্তীতে কার্যক্রম নেবে।
দেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, আমাদের একজন সদস্য বলেছেন ‘যেখানে সরকারই লাইনচ্যুত হয়ে গেছে সেখানে ট্রেন লাইনচ্যুত হওয়াটা তো স্বাভাবিক’। আমরা এর আগেও বলেছি, কারও কোনো জবাবদিহি নেই। রেল কর্তৃপক্ষ যেমন কারও কাছে জবাব দেয় না, কর্মকর্তারাও কারও কাছে জবাব দেয় না। দেশ এখন জবাবদিহিবিহীন দেশে পরিণত হয়েছে।