সৈয়দপুরে ব্যবসা ও উন্নয়ন সভা করেছে যমুনা লাইফ

সৈয়দপুরে ব্যবসা ও উন্নয়ন সভা -২০২১ করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।  শহরের সৈয়দপুর প্লাজার পেপসি বিল্ডিং এ যমুনা লাইফ এর সৈয়দপুর সার্ভিস সেন্টার এর আয়োজনে ৭ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (চাঃ দাঃ) কামরুল হাসান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) কে এম নাসির উদ্দিন, ও রংপুর রাজশাহী আঞ্চলিক প্রধান এম এম হোসাইন আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সৈয়দপুর সার্ভিস সেন্টার এর ডিজিএম ও ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম তারিফ।

ব্যবসা ও উন্নয়ন সভার আলোচনায় বক্তারা গ্রাহক এবং  কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বীমা জীবন চলার পথে বড় সহায়ক শক্তি- এ বিশ্বাস নিয়ে সবাইকে কাজ করতে হবে। দেশের প্রতিটি জনগণকে বীমা সেবার আওতায় নিয়ে আসতে হবে। দেশের সাধারণ মানুষকে বীমা সেবা দেয়ার মধ্যদিয়ে নতুন প্রজন্মের যমুনা লাইফ ইন্স্যুরেন্স সফলতার আলোক ছড়াতে চায়।